পিরোজপুরে নতুন আরও ৩ করোনা রোগী শনাক্ত
নারায়ণগঞ্জ থেকে পিরোজপুরে আগত আরও তিন ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এদের দু’জনের বাড়ি পিরোজপুর সদর উপজেলায় এবং অন্যজনের বাড়ি ভান্ডারিয়া উপজেলায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত সোমবার জেলার মঠবাড়িয়া উপজেলায় প্রথমবারের মত একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই যুবকও নারায়ণগঞ্জ থেকে এসেছিল। এ নিয়ে পিরোজপুরে দু’দিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
পিরোজপুর সদর উপজেলায় করোনা আক্রান্ত দুই যুবকদের একজনের বয়স ২৪ বছর এবং অন্যজনের বয়স ৩৩ বছর। এছাড়া ভান্ডারিয়া উপজেলার আক্রান্ত ওই যুবকের বয়স ৩০ বছর বলে জানান সিভিল সার্জন জাকী।
সোমাবার তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল। বর্তমানে আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তবে তাদের শারীরিক অসুস্থতা দেখা দিলে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

কোন মন্তব্য নেই