করোনায় মৃত্যু পৌনে ২ লাখ, আক্রান্ত ২৫ লাখ
বিশ্বজুড়ে ঝড়োগতিতে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯ মহামারি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি। গত ২৪ ঘন্টায় প্রায় হারিয়েছেন ৫৩৫০ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার। এ তথ্য জানাচ্ছে ওয়ার্ল্ডমিটার। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনেই মারা গেছে ১৯৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এখন ৪২ হাজার ৫১৪।
নতুন আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১২৩। ২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই আছে ফ্রান্স। দেশটিতে নতুন ২ হাজার ৪৪৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ২০ হাজার ২৬৫ জন। একদিনেই মারা গেছে ৫৪৭ জন। ইউরোপের অপর দুই দেশ স্পেন এবং ইটালিতে মৃত্যুর মিছিল কিছুটা হালকা হচ্ছে। দেশ দুটিতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৩৯৯ এবং ৪৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ইতালিতে সব মিলিয়ে মারা গেছেন ২৪ হাজার ১১৪ জন। যুক্তরাষ্ট্রের পর ইতালিতে মৃত্যু সংখ্যা সবচেয়ে বেশি, মৃত্যুর আধিক্যের দিক দিয়ে চতুর্থ দেশ স্পেন। দেশটিতে ২৪ হাজার ৮৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য মিলেছে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। এরপরই রয়েছে বৃটেন। দেশটিতে মোট মৃত্যু ১৬ হাজার ৫০৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ২২০ জন, যুক্তরাজ্যে ৪৪৯, ইরান ৯১, বেলজিয়ামে ১৪৫, নেদারল্যান্ডসে ৬৭ জন এবং তুরস্কে ১২৩, ব্রাজিলে ১২৫,কানাডা ১০৩, সুইডেনে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় চীনে কোন ব্যক্তি করোনায় মারা যাননি।
কোন মন্তব্য নেই