গোপালগঞ্জে করোনা রোগী বেড়ে ২১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গোপালগঞ্জে করোনা রোগী বেড়ে ২১







গোপালগঞ্জে নতুন করে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে ২১ জন করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ হয়েছে।  
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, নতুন শনাক্ত চারজনের নমুনা গত ১৫ এপ্রিল ঢাকা পাঠানো হয়। শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। নতুন শনাক্তদের বাড়ি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর, সাজাইল ও মহেশপুর ইউনিয়নে। তারা ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে কাশিয়ানীতে আসেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ির লোকজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসাদেরও নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। 
গোপালগঞ্জ সদরে তিনজন, মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, কাশিয়ানীতে চারজন, টুঙ্গিপাড়ায় তিনজন ও কোটালীপাড়ায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে। 
এদের সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জে মৃত তিন নারী করোনায় আক্রান্ত ছিলেন না। তাদের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস ঢাকার আইইডিসিআরে পাঠায়। 
শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।
গত ১২ এপ্রিল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামের গৃহবধূ সনিয়া বেগম (২০), ১৪ এপ্রিল টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের গৃহবধূ আসমা (৫০) ও ১৫ এপ্রিল মুকসুদপুর উপজেলার টিকারডাঙ্গা গ্রামের মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষিকা শিখা রানী ঠাকুর (৫২) মারা যান। 
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বসকষ্ট নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিভাগের আইসোলেশন ওয়ার্ডে এক গৃহবধূ শনিবার সকালে ভর্তি হয়েছেন। 

কোন মন্তব্য নেই