লকডাউনের মধ্যে নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৮ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লকডাউনের মধ্যে নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৮

লকডাউনের মধ্যে নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই সপ্তাহে ১৮ জন নিহত হয়েছে। দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) এ তথ্য জানিয়েছে।

সাব-সাহারা অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় এ পর্যন্ত ৪০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১২ জন।

৩০ মার্চ থেকে দক্ষিণের বাণিজ্যিক নগরী লাগোস, প্রতিবেশী ওগুন রাজ্য ও রাজধানী আবুজায় ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়। গত রোববার আরও দুই সপ্তাহের জন্য এই তিনটি অঞ্চলসহ আরও কয়েকটি অঞ্চলে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

বুধবার এক বিবৃতিতে এনএইচআরসি জানিয়েছে, ৩০শে মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘আটটি নথিতে বিচারবহির্ভূতভাবে ১৮ জনকে হত্যার ইঙ্গিত পাওয়া গেছে।’

সংস্থাটি জানিয়েছে, নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী এই হত্যাকাণ্ড চালিয়েছে।

নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস অবশ্য দাবি করেছে, বেশ কয়েকটি কারাগারে সহিংসতা ছড়িয়ে পড়লে চার বন্দি নিহত হয়। তবে এনএইচআরসি জানিয়েছে, নিহতের এই সংখ্যা ৮।

নাইজেরিয়ার পুলিশ ও সেনাবাহিনী এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কোন মন্তব্য নেই