এ কী করলেন ধোনির বউ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এ কী করলেন ধোনির বউ

ভারতীয় ক্রিকেট গ্রেট মহেন্দ্র সিং ধোনির স্ত্রী ‘সাক্ষী ধোনি’ ইনস্টাগ্রামের জনপ্রিয় একজন সেলেব্রেটি। নিয়মিত পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন সাক্ষী। এবার তার এক পোস্ট ঝড় তুললো ইনস্টাতে।

করোনা ভাইরাসে কারণে ভারতজুড়ে লকডাউনে রাঁচিতে নিজ বাড়িতে সময় কাটছে ধোনি-সাক্ষীর। আমুদে স্বভাবের সাক্ষী তার ক্রিকেটার স্বামীর সঙ্গে বিভিন্ন খুনসুটিতে মাটিতে রাখছেন ঘর। গতকাল ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করেছেন সাক্ষী। যাতে দেখা যাচ্ছে ধোনির পায়ের আঙুল কামড়ে দিতে যাচ্ছেন তিনি! তবে সেদিকে খেয়াল নেই ধোনির। সাবেক ভারতীয় অধিনায়ক ব্যস্ত তার সেলফোন নিয়েই।

ছবির ক্যাপশনে সাক্ষী লিখেছেন, ‘যখন মিস্টার ‍সুইটির পাত্তা পেতে চাই! ভিডিও গেমস বনাম স্ত্রী।’ এক ঘণ্টায় ছবিতে ১ লাখেরও বেশি লাইক পড়ে। ২১ ঘণ্টায় সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ৬ লাখে।

কমেন্ট পড়েছে ৫ হাজরের উপরে।
২০১০ সালে বাল্যকালের বান্ধবি সাক্ষীকে বিয়ে করেন ধোনি। ‘জিবা’ নামে তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। ক্রিকেটের বাইরে অবসর সময়টা স্ত্রী-কন্যার সঙ্গেই কাটাতে পছন্দ করেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। আর সাক্ষীর মতো ওমন একটা বউ পেলে ঘরে বসে থাকতে চাইবে না কে?



কোন মন্তব্য নেই