রাজশাহীর পুঠিয়ায় এবার নারী গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীর পুঠিয়ায় এবার নারী গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত












রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের এ নারীর করোনা টেস্টের নমুনার ফলাফল পজিটিভ হয়েছে। ওই নারীর গত ১৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তার নমুনার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে সে তার নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

জানা যায়, স্বামী-স্ত্রী এবং তাদের খালা ফাইমা (৩০) এই তিন জন নাটোর পর্যন্ত ট্রাকযোগে এবং বাকি পথ পায়ে হেঁটে গত ৬এপ্রিল নারায়ণগঞ্জ হতে রাজশাহীতে নিজ বাসায় আসেন। নারায়ণগঞ্জে তার স্বামী শাহীন গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করেন এবং তাদের খালা ফাইমা ও গার্মেন্টস কর্মী ।

বাসায় আসার পর হতে তার জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানার পর তার এবং তার স্বামীর এবং খালার নমুনা সংগ্রহ করে। কিন্তু স্বামীর ও খালার পজিটিভ ধরা পড়েনি বলে জানা যায়। বর্তমানে পুঠিয়া উপজেলা প্রশাসন রোগীর বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।






এদিকে, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, করোনা শনাক্তের পর গণ্ডগোহালি গ্রামের কয়েকটি বাড়ি লকডাউনের সুপারিশ করা হয়েছে। সংক্রমিত ওই নারীকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার স্বামীর করোনা পাওয়া যায় নি।

কোন মন্তব্য নেই