রণতরী ‘চার্লস দ্য গল’র ৬শ’র বেশি নৌসেনা করোনা আক্রান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রণতরী ‘চার্লস দ্য গল’র ৬শ’র বেশি নৌসেনা করোনা আক্রান্ত














কোভিড নাইনটিন সংক্রমিত ফ্রেঞ্চ রণতরী চার্লস দ্য গল’র সাড়ে ৬শ’র বেশি নৌসেনা। বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে নিশ্চিত করা হয় এ তথ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত জাহাজটির প্রায় ১৮শ’ নৌসেনার নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের ৬৬৮ জন আক্রান্ত করোনাভাইরাসে। এদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ একজনের চিকিৎসা চলছে আইসিইউতে। বাকি নৌসেনাদের ঘাঁটিতে আইসোলেশন এ রাখা হয়েছে।

আটলান্টিক মহাসাগরে মোতায়েনকৃত চার্লস দ্য গলের বেশ কয়েক জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত সপ্তাহে ফ্রেঞ্চ উপকূলে ভেড়ানো হয় এটি। প্রায় ২ হাজার নৌসেনা ছিলেন এতে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিমান, অস্ত্রসহ পুরো রণতরী জীবাণুমুক্ত করা হয়েছে।






কোন মন্তব্য নেই