করোনা আতঙ্কের মধ্যে জাপানে শক্তিশালী ভূমিকম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা আতঙ্কের মধ্যে জাপানে শক্তিশালী ভূমিকম্প







করোনাভাইরাস মহামরি নিয়ে আতঙ্কের মধ্যেই ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের ওগাসাওয়ারা দ্বীপ। শনিবার স্থানীয় সময় রাতে দেশটির রাজধানী টোকিও থেকে সোজা দক্ষিণে অবস্থিত এই দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রাতে জাপানে আঘাত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।
জাপানের শিজোউকা নামক এলাকা থেকে ৮৮৫ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে ভূমিকম্পটির উৎপত্তি।
শিজোউকা নামক এলাকাটি ভূকম্পন অনুভূত এলাকা ওগাসাওয়ারা দ্বীপ থেকে পশ্চিমে অবস্থিত। ওগাসাওয়ারা নামক ওই দ্বীপটি জাপানে বনিন দ্বীপপূঞ্জ নামেও পরিচিত।
উৎপত্তিস্থল প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠে ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৫৪ কিলোমিটার। তবে ভূমিকম্পটি শক্তিশালী হলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘঠনাও ঘটেনি।

কোন মন্তব্য নেই