বরিশালে এক রোগীর তথ্য গোপনে পুরো পুরুষ মেডিসিন ইউনিট লকডাউন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বরিশালে এক রোগীর তথ্য গোপনে পুরো পুরুষ মেডিসিন ইউনিট লকডাউন













বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক করোনা রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেয়ায় পুরুষ মেডিসিন ইউনিট-৩ কে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওই ইউনিটের ২৪ জন চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইন করার নির্দেশ দেয়া হয়েছে।

মধ্যরাতে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, গত ১৩ এপ্রিল বরিশালের বাবুগঞ্জ উপজেলার উদয়পুর এলাকার ৭০ বছরের এক পুরুষ রোগিকে তার স্বজনরা অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করে। ওই রোগীর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকলেও তা গোপন রাখা হয়। ১৫ এপ্রিল রোগির এক্সরে রিপোর্ট দেখে সন্দেহ হয় চিকিৎসকদের, তাকে তখনই করোনার আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়। বৃহষ্পতিবার তার করোনা পরীক্ষা করা হলে তা পজেটিভ আসে। এ অবস্থায় রাতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, শেবাচিমের অধ্যক্ষ, মেডিসিনের বিভাগী প্রধান এবং বিভিন্ন ইউনিটের প্রধানদের নিয়ে জরুরী বৈঠক করেন। বৈঠকে মেডিসিন-৩ ইউনিট লকডাউন এবং ওই ইউনিটের ২৪ জন চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত দেয়া হয়। বিষয়টি আইইডিসিআর এবং স্বাস্থ্য মন্ত্রনালয় ও মন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে পরিচালক জানান।






এদিকে বৃহষ্পতিবার বরিশাল জেলায় নতুন আরো ৫ রোগীর করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বৃহষ্পতিবার যাদের সনাক্ত হয়েছে, তারা প্রত্যেকে বরিশালের বাবুগঞ্জ জেলার বাসিন্দা। এরমধ্যে তিনজন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পদে কর্মরত। এরআগে বাবুগঞ্জে আরো ৩ জন, গৌরনদী, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ১ জন করে এবং সদর উপজেলার বাসিন্দা মেডিকেলের একজন নার্সসহ ১০ জন সনাক্ত হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশালে প্রথমবারের মতো মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়।

কোন মন্তব্য নেই