পারিবারিক কলহে ৫ শিশু সন্তানকে নদীতে ফেলে দিলেন মা!
পাঁচ সন্তানকে গঙ্গায় ফেলে দিয়েছেন মা। রবিবার ভারতের উত্তরপ্রদেশে ভাদোহি জেলার জেঘাঙ্গিরাবাদে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।-ইন্ডিয়ান এক্সপ্রেস
এদিকে প্রথমে স্থানীয় সূত্রে জানা গিয়েছিল লকডাউনে খাবারের অভাবেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা। সেই খবরই প্রকাশিত হয়েছিল। পরে পুলিশ জানিয়েছে সেই দাবি আদৌ ঠিক নয়। পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে মর্মান্তিক এ ঘটনার খবর জানতে পেরে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। শিশুদের খোঁজে গঙ্গায় শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ জানিয়েছে ১২ এবং ১০ বছরের দুই মেয়ে আরতি এবং সরস্বতীর দেহ উদ্ধার করা গিয়েছে। কিন্তু এখনও নিখোঁজ মাতেস্বরী, শিবশঙ্কর এবং কেশব প্রকাশ।
জানা যায়, স্বামী মৃদুল যাদবের সঙ্গে বছর খানেক ধরেই তাঁর বনিবনা চলছিল না। পারিবারিক অশান্তি লেগেই ছিল। সেই কারণেই সম্ভবত ওই মহিলা এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার রাতে স্বামীর সঙ্গে বচসার পরেই মহিলা এমন কাণ্ড করেছেন। সন্তানদের মেরে ফেলার জন্যই তিনি এমন করেছেন বলে দাবি পুলিশের।

কোন মন্তব্য নেই