গাজীপুরে পোশাক কারখানায় আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকালে জরুন এলাকার ইসলাম গার্মেন্টসের সেমিপাকা ভবনে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি এবং ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই রুমে থাকা সুতা পুড়ে গেছে এবং মেশিনপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কোন মন্তব্য নেই