পাইলটদের দক্ষতায় বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাইলটদের দক্ষতায় বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ














পাইলটদের দক্ষতায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাঙ্গামাটিতে জরুরি অবতরন করেছে। কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি অবতরন করে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর ইসলাম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী রশদ সরবরাহ মিশন সম্পন্নকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হতে বলিপাড়ায় যাওয়ার পথে রাজেস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড হতে ২০০ গজ অদুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টার আজ বেলা আনুমানিক ১১টায় জরুরি অবতরণ করে। পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোন ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারের ২ জন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদে আছেন।

কোন মন্তব্য নেই