চীনের পক্ষ নেয়ার অভিযোগে ডব্লিউএইচও'কে অনুদান দেবে না যুক্তরাষ্ট্র
চীনের পক্ষপাতিত্ব করছে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও) এমন অভিযোগ এনেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে আর অনুদান দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। অনুদান বন্ধের বিষয়টিকে দুঃখজনক বলেছেন বিশ্ব স্বাস্থ সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রিয়াসুসে। আর বিষয়টি নিয়ে চিন্তিত চীন।
কিছুদিন আগেই ট্রাম্প বিশ্ব স্বাস্থ সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দেন, বুধবারই সেই হুমকিকে বাস্তবে রূপ দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির অভিযোগ, সময় থাকতে থাকতেই করোনাভাইরাস বিষয়ে সচেতন করা বা অবগত করার কাজ করেনি সংস্থাটি। সেই কারণেই এই শাস্তির খাঁড়া নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর। যদিও সংস্থাটিকে সাহায্যকারী দেশগুলোর তালিকায় আমেরিকার স্থান সবার আগে এবং সেকারণেই টাকা দেয়া বন্ধ করার সিদ্ধান্ত যা দীর্ঘস্থায়ী চাপ ফেলবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপরে।
আমেরিকার রাষ্ট্রপতির অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতির ঠিকমতো মোকাবিলা করতে পারছে না সংস্থাটি। করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, সংক্রমিত ২০ লাখেরও বেশি মানুষ।
ট্রাম্পের অভিযোগ, করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের দেয়া তথ্যের ওপর ভরসা করায় বিশ্বের অনেক ক্ষতি হয়েছে।
বিশ্ব স্বাস্থ সংস্থাকে (ডব্লিউএইচও) সবচেয়ে বেশি তহবিল কোন কোন দেশ দেয়, দেখে নিন এক ঝলকে
মার্কিন যুক্তরাষ্ট্র: ৫৮ মিলিয়ন ডলার
চীন: ২৯ মিলিয়ন ডলার

কোন মন্তব্য নেই