দীপ্ত টিভি’র চার কর্মী আক্রান্ত, ১৪ দিন বন্ধ থাকবে সংবাদ প্রচার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দীপ্ত টিভি’র চার কর্মী আক্রান্ত, ১৪ দিন বন্ধ থাকবে সংবাদ প্রচার














বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির চারজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির সংবাদ বিভাগের কর্মীরা সবাই আগামী ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন। এ কয়দিন চ্যানেলটির সংবাদ প্রচার বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার অব্যাহত থাকবে বলে টেলিভিশন স্টেশনটির একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, যেসব কর্মীরা এখন স্টেশন চালাবেন তারা সার্বক্ষণিক অফিসে অবস্থান করবেন। সংবাদ বিভাগের কর্মীদের কোয়ারেন্টিন সময় শেষ হলে তারা অফিসে ফিরবেন। তখন আবার সংবাদ প্রচার করা হবে।






কোন মন্তব্য নেই