তথ্য সংগ্রহ বা জরুরী সেবার নামে কেউ বাড়িতে এলে ৯৯৯-এ কল দিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তথ্য সংগ্রহ বা জরুরী সেবার নামে কেউ বাড়িতে এলে ৯৯৯-এ কল দিন












করোনা‌ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরী সেবার না‌মে কেউ বা‌ড়ি‌তে এলে ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোন ক‌রে পরিচয় নি‌শ্চিত হতে বলেছে পু‌লিশ সদর দপ্তর। এক বার্তায় জানানো হয়, মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন রাজধানীসহ আশপাশের জেলায় পিপিই পরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দেয়া হয়েছে। পরিচয় নি‌শ্চিত হওয়া ছাড়া কাউকেই বাড়িতে প্রবেশ করতে না দিতে সতর্ক করা হয়েছে পু‌লিশ সদর দপ্তর থেকে।







কোন মন্তব্য নেই