চান্দিনায় নারী করোনায় আক্রান্ত, সাতটি বাড়ি লকডাউন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চান্দিনায় নারী করোনায় আক্রান্ত, সাতটি বাড়ি লকডাউন














কুমিল্লা চান্দিনা উপজেলার এক ডায়গনস্টিক সেন্টারের নারী ল্যাব টেকনিশিয়ান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি চান্দিনা উপজেলার এতবারপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হলে সাতটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

সূত্র জানায়, আক্রান্ত নারীর (১৯) করোনার উপসর্গ ছিলনা। এর আগে পাশের দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের জীবন কৃষ্ণ সাহা নামের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ৪ এপ্রিল চান্দিনার দত্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে কয়েকটি পরীক্ষা করিয়েছিলেন। এসময় পরীক্ষার জন্য রোগীর রক্ত সংগ্রহ করেছিলেন টেকনিশিয়ান নারী। এরপর ১১ এপ্রিল পর্যন্ত দত্ত ডায়াগনস্টিক সেন্টার খোলা ছিল।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ বলেন, করোনা আক্রান্ত নারীর বাড়িসহ ৭টি পরিবারকে লকডাউন করা হয়েছে।
দত্ত ডায়াগনস্টিক সেন্টার ও দত্ত মেডিকেল হল নামে দুটি প্রতিষ্ঠানও লকডাউন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশের মাধ্যমে লকডাউন করা পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী খাদ্য সামগ্রী সরবরাহ করবেন।







কোন মন্তব্য নেই