মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ ১৩ জনের করোনা শনাক্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ ১৩ জনের করোনা শনাক্ত








রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার ৪ জন চিকিৎসক, ৪ জন স্টাফ নার্স, তিনজন হাসপাতালের কর্মচারী ও দুইজন রোগী করোনা পজিটিভ শনাক্ত হন। সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যেসব চিকিৎসক, নার্স এবং স্টাফরা আক্রান্ত হয়েছেন তাদেরকে আবাসিক হোটেলগুলোতে কোয়ারেন্টাইনে করার চিন্তাভাবনা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালযয়ের সঙ্গে কথা হয়েছে। হোটেলগুলো ভাড়া নিয়ে তাদেরকে সেখানে কোয়ারেন্টাইন করার কথা বলছে। তবে সেটা রাজধানীর যেকোনো অভিজাত এলাকায় হতে পারে।







ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী আরও বলেন, করেনা পজিটিভ চিকিৎসক, নার্স এবং স্টাফদের পরিবারের কথা চিন্তা করে এসব করা হচ্ছে। তবে রোগীরা তাদের রোগ গোপন করে আমাদের কাছে চিকিৎসা নিতে এসে পুরো হাসপাতালে ছড়িয়ে দিয়েছে এই ভাইরাস।

কোন মন্তব্য নেই