করোনায় আক্রান্ত সিলেটের সেই চিকিৎসক আর নেই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় আক্রান্ত সিলেটের সেই চিকিৎসক আর নেই















সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ ভোর সাড়ে ৪ টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। গত ৫ এপ্রিল তিনি করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছিলেন।
ডা. মঈন উদ্দিন ঢাকা মেডিকেলের সাবেক ছাত্র। সিলেট থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা আনা হয়। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়।






কোন মন্তব্য নেই