লকডাউন শিথিল, দক্ষিণ কোরিয়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লকডাউন শিথিল, দক্ষিণ কোরিয়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন







করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল।

এমন পরিন্থিতির মধ্যেই দক্ষিণ কোরিয়ায় আরোপিত লকডাউন কিছুটা শিথিল করে নেওয়া হয়েছে। যার ফলে, চলাফেরার ওপর দুইমাসের কঠোর বিধিনিষেধ কাটিয়ে উঠে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সোমবার এ খবর জানিয়েছে রয়টার্স।

এর আগে, রবিবার আরও ১৬ দিনের জন্য শিথিল অবস্থায় লকডাউন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। তার অধীনে ধর্মীয় কার্যক্রম ও খেলাধুলার সু্যোগ উন্মুক্ত করে দেওয়া হয়।
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়ার্ক ফ্রম হোম নীতি প্রত্যাহার, কর্মঘন্টা, ভ্রমণ ও মুখোমুখি মিটিংয়ের ব্যাপারে বিশেষ সিদ্ধান্তও বাতিল করেছে। এছাড়াও, বিভিন্ন বিনোদন কেন্দ্র, খেলার মাঠ, শপিং মল ও রেস্টুরেন্টে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।








কোন মন্তব্য নেই