ইতালির পর বাংলাদেশেই দ্রুততম ২ হাজার রোগী শনাক্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালির পর বাংলাদেশেই দ্রুততম ২ হাজার রোগী শনাক্ত












ইতালিতে ২ হাজার কোভিড-১৯ সংক্রমণ হয়েছে ৩২তম দিনে আর বাংলাদেশে হয়েছে ৪০তম দিনে। স্পেনে ২ হাজার রোগী শনাক্ত হয়েছিল ৪১তম দিনে। ফ্রান্সে ও যুক্তরাজ্যে ৪৮ দিন সময় নিয়েছে।

যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে সংক্রমণের হার ও মৃত্যুর হারের দিক থেকে। দেশটিতে সাত লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ৩৭ হাজার মানুষ মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ৩১২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন।

মৃত্যুবরণ করেছেন আরো সাত জন। মোট মৃত্যুবরণ করেছেন ৯১ জন। মোট ৭৫ জন আরোগ্য লাভ করেছেন।

গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬৩৪ জনকে পরীক্ষা করা হয়েছে। মোট ২৩ হাজার ৮২৫ জনকে পরীক্ষা করা হয়েছে এখন পর্যন্ত। বিবিসি।






কোন মন্তব্য নেই