চীনের প্রথম মঙ্গল মিশনের নাম তিয়ানওয়েন-১
চীনের মহাকাশ দিবস শুক্রবারে দেশটির জাতীয় মহাকাশ কর্তৃপক্ষ (সিএনএসএ) জানিয়েছে যে তাদের প্রথম মঙ্গল অনুসন্ধান মিশনের নাম তিয়ানওয়েন-১ রাখা হয়েছে।
‘তিয়ানওয়েন’ নামটি এসেছে এক দীর্ঘ কবিতার শিরোনাম থেকে, যার অর্থ স্বর্গের প্রতি প্রশ্ন। প্রাচীন চীনের অন্যতম শ্রেষ্ঠ কবি কো ইউয়ান (প্রায় ৩৪০-২৭৮ খ্রিষ্টপূর্বাব্দ) এটি লিখেছেন।
তিয়ানওয়েন কবিতায় কো ইউয়ান আকাশ, নক্ষত্র, প্রাকৃতিক ঘটনা, মিথ এবং বাস্তব জগতকে জড়িয়ে শ্লোকে একাধিক প্রশ্ন উত্থাপন করেছিলেন। সেই সাথে সত্য অনুসন্ধানে কিছু সনাতন ধারণা এবং চেতনা সম্পর্কে তার সন্দেহ দেখান।
সিএনএসএ জানিয়েছে, ভবিষ্যতে চীনের সব গ্রহ অনুসন্ধান মিশন তিয়ানওয়েন সিরিজের নামে করা হবে। যা সত্য ও বিজ্ঞানকে অনুসরণ এবং প্রকৃতি ও মহাবিশ্বকে অনুসন্ধানে চীনা জাতির অধ্যবসায়ের ইঙ্গিত দেয়।
সিএনএসএ চীনের গ্রহ অনুসন্ধান মিশনের লোগোও উন্মোচন করে। এর সি বর্ণটি চীন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মহাশূন্যে প্রবেশের সক্ষমতা বুঝায়।
চীন ২০২০ সালে মঙ্গল গ্রহে অনুসন্ধান শুরু করার পরিকল্পনা করেছে। সিনহুয়া/ইউএনবি।

কোন মন্তব্য নেই