পাবনা কমিউনিটি হাসপাতালকে ‘করোনা হাসপাতাল’ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাবনা কমিউনিটি হাসপাতালকে ‘করোনা হাসপাতাল’ ঘোষণা












করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এগিয়ে এসেছে বেসরকারি পাবনা কমিউনিটি হাসপাতাল। বৃহস্পতিবার ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টেও চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান বলেন, দেশ করোনা দুর্যোগে সংকটময় সময় পার করছে। চিকিৎসক-নার্সসহ চিকিৎসা সেবায় যারা নিয়োজিত রয়েছেন, তারাই মূলত সাহসী যোদ্ধা। এই ক্রান্তিকালে করোনা রোগীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

করোনা চিকিৎসায় ভয় নয়, সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে। পাবনা কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল মানুষের স্বাস্থ সেবায় কাজ করে যাচ্ছে। তাই দেশের এই কঠিন সময়ে ভয় পেয়ে পিছিয়ে নয়, সাহস নিয়ে সামনে এসে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্যই পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য উন্মুক্ত করা হয়েছে।





পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, করোনা চিকিৎসার জন্য পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ব্যবহারের প্রক্রিয়া চলমান। ইতেমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

এই সংকটকালীন সময়ে অনেকেই যখন পিছিয়ে যাচ্ছে, সে সময়ে ঢাকা কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষ পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেয়ায় এ জেলার করোনা আক্রান্ত রোগীসহ অন্য জেলার করোনা আক্রান্ত রোগীও চিকিৎসা সেবা পাবেন। হাসপাতাল কর্তৃপক্ষের উদার মনমানসিকতার কারণে তারা প্রশংসার দাবীদার বলে মনে করেন জেলা প্রশাসক।






কোন মন্তব্য নেই