স্বাদ ও ঘ্রাণ পাচ্ছেন না অনেক করোনা রোগী
প্রাথমিকভাবে জ্বর, হাঁচি-কাশি ও গলা ব্যথাকে ধরা হচ্ছিল নভেল করোনাভাইরাসের উপসর্গ হিসেবে। তবে আক্রান্তের অবস্থার অবনতি হলে শ্বাসকষ্টের লক্ষণও দেখা যাচ্ছে। এর মাঝে অবশ্য বড় একটা অংশ কোনো ধরনের উপসর্গ ছাড়াই আক্রান্ত অবস্থায় ছিল। যাদের ভাইরাসের বিস্তৃতির জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছিল। এদিকে যতই দিন যাচ্ছে নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে কভিড-১৯। এবার জানা গেছে, করোনা আক্রান্ত রোগীর উপসর্গে যুক্ত হয়েছে স্বাদ ও ঘ্রাণ না পাওয়া। ইতালিতে ২০০ রোগীর ওপর জরিপ চালিয়ে এর সত্যতা পাওয়া গেছে।
গত বুধবার গবেষকরা জানান, জরিপে অংশ নেয়াদের মাঝে ৬৭ শতাংশই কভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার ঠিক আগে কিংবা পরে স্বাদ ও ঘ্রাণশক্তি হারাচ্ছে।
গবেষকরা ২০২ জন রোগীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে এই পরীক্ষা চালান। মূলত নমুনা সংগ্রহের পাঁচ-ছয় দিন পর রোগীদের সঙ্গে যোগাযোগ করেন তারা। এই সাক্ষাত্কারে তাদের জিজ্ঞেস করা হয় নমুনা নেয়ার ২ সপ্তাহ আগে তারা আকস্মিকভাবে স্বাদ ও গন্ধ হারিয়েছেন কিনা। যেখানে ১৩০ জন রোগী তারা হয় গন্ধ নাহয় স্বাদ হারিয়েছিলেন। অন্য একদল অবশ্য নাক বন্ধ হয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন। এছাড়া ৬৮.৩ শতাংশ রোগী জানান, তাদের ক্লান্তি বোধ হয়েছিল। কাশির কথা জানান ৬০.৪ শতাংশ লোক এবং জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানান ৫৫.৫ শতাংশ রোগী। যদিও স্বাদ বা গন্ধ হারানো অন্য উপসর্গের পূর্বাভাস ছিল না। মাত্র ১২ শতাংশ এটিকে প্রথম উপসর্গ হিসেবে উল্লেখ করেছে।
সিএনএন

কোন মন্তব্য নেই