ইতালিতে দ্রুত উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালিতে দ্রুত উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির












প্রাণঘাতী করোনায় ক্ষতিগ্রস্থ ইতালির পরিস্থিতি দ্রুতই উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। একই সময়ে দেশটিতে আক্রান্ত মোট সংখ্যা থেকে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজারের বেশি কমেছে। সেই সঙ্গে দেশব্যাপী কমেছে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও।

ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে করোনা রোগী সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন যা একদিনে সর্বোচ্চ। এ সময়ে মৃত্যু হয়েছে ২৮৫ জনের যা গতকালের চেয়ে ৯৭ জন কম। নতুন আক্রান্তের সংখ্যাও কমেছে ১ হাজার ৮৭২ জন, যেটি গতকাল ছিল ২ হাজার ৮২ জন।

একদিনের মৃত্যু ও সুস্থ রোগীর সংখ্যা এবং নতুন করে আক্রান্তের সংখ্যার আনুপাতিক হারে একটানা প্রায় দু’সপ্তাহ কমছে ইতালির করোনায় আক্রান্তের মোট সংখ্যা। যেটি বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৩ হাজার ১০৬ জন কমেছে।






নাগরিক সুরক্ষা বিভাগের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইতালিতে একদিনে সর্বোচ্চ ৬৮ হাজার ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এটি আনুপাতিক হারে প্রায় ৩৭ জনের নমুনা পরীক্ষায় একজন নতুন করে আক্রান্ত হয়েছে। বুধবার নতুন করে আক্রান্তের এই হার ছিল ৩০ জনে একজন পজিটিভ শনাক্ত। যদিও শুরুতে করোনায় আক্রান্ত হওয়ার হার ছিল ১৯ দশমিক ৯২ শতাংশ বা ৫ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে একজন।

সবশেষ হিসেবে, ইতালিতে সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৫ হাজার ৯৪৫ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনের এবং চিকিৎসাধীন ১ লাখ ১ হাজার ৫৫১ জন।






কোন মন্তব্য নেই