ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরুর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরুর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ














আদালতে ভার্চুয়াল কার্যক্রম চালুর প্রতিবাদে এবং পূর্বের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সাধারণ আইনজীবীরা। মিছিলটি আদালত পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় আইনজীবীরা ভার্চুয়াল আদালতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। তারা পূর্বের মতো ম্যানুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার বলেন, বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীণ হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নয় তারা। এ কারণে অনেক আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চায় না।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। কিন্তু সেটি না করে হঠাৎ ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারণে হতাশা থেকে তারা মিছিল করেছে। তারা উপযুক্ত সুবিধা চালু করে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর দাবি তুলেছেন।







বরিশাল জেলা আইনজীবী সমিতিভুক্ত প্রায় ১ হাজার ১শ’ সদস্য রয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ সদস্য প্রবীণ।

কোন মন্তব্য নেই