বিরল সংক্রমণে নিউইয়র্কে ১৫৭ শিশু আক্রান্ত
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫৭ শিশুর শরীরে বিরল সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছে। এসব উপসর্গ করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীরের কোন অংশ লাল রঙ ধারণ করা, লাল চোখ, শরীর ফুলে যাওয়া, শরীরে ব্যথা, রক্তনালীতে প্রদাহ ইত্যাদি উপসর্গগুলোর মধ্যে অন্যতম।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন উপসর্গের নাম দিয়েছে মাল্টিসিস্টেম ইনফ্লাম্মাটরি সিনড্রোম ইন চিলড্রেন। এ উপসর্গ কাওয়াসাকি রোগের সঙ্গে অনেকটাই মিল আছে। গত এপ্রিল থেকে শিশুদের মধ্যে এই উপসর্গ দেখা দেয়। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে এ উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ২৫ রাজ্য ও বিশ্বের প্রায় ১৩টি দেশে শনাক্ত হয়েছে এ রোগে আক্রান্ত শিশু। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর আন্ড্রো ক্যুমো এ তথ্য জানান। তিনি বলেন, আমি বিশ্বাস করি যত বেশি খোঁজা হবে তত বেশি আক্রান্ত পাওয়া যাবে।
এ রোগটির উপদ্রবের উপর নজর রাখছে নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছে গত দুই দিনে যুক্তরাষ্ট্রে ২০ শিশু আক্রান্ত হয়েছে।
কোন মন্তব্য নেই