কোয়ারেন্টিন না মানায় সিঙ্গাপুরে মার্কিন পাইলটের জেল
আবশ্যিক কোয়ারেন্টিন অমান্য করায় সিঙ্গাপুরে এক মার্কিন পাইল্টকে চার সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। ৪৪ বছর বয়সী ওই পাইলটের নাম ব্রায়ান ডুগান ইয়ারগান। তিনি বহুজাতিক মার্কিন প্রতিষ্ঠান ফেডএক্সের একজন কর্মী। গত এপ্রিল মাসের শুরুর দিকে তিনি সিঙ্গাপুরে যান। পৌঁছানোর পর তাকে ১৪ দিনের জন্য সেখানে বিমানবন্দরে নিজের হোটেল কক্ষে অবস্থান করতে নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু তিনি নিষেধ অমান্য করে এল ট্রেনে চড়ে দেশের কেন্দ্রস্থলে দোকানে ঘুরতে যান। এর দায়ে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান ও চ্যানেল নিউজ এশিয়া।
চ্যানেল নিউজ এশিয়া জানায়, নিজের দোষ স্বীকার করেছেন ইয়ারগান।
তাকে ৩রা এপ্রিল থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত নিজ হোটেল কক্ষে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছিল। তিনি তা মানেননি। ইয়ারগানের আইনজীবী বুধবার আদালতকে জানান, তার স্ত্রী তাকে বাড়ি ফেরার আগে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কিনে নিতে বলেছিল। স্ত্রীর কথা রাখতেই কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করে বাজারে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, এখন পর্যন্ত সিঙ্গাপুরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মাত্র ২১ জন। আক্রান্ত হয়েছেন ২৫ হাজারের বেশি। বুধবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭৫ জন। করোনা মোকাবিলায় দেশটির পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোয় সেখানে সংক্রমণ বাড়ছে। আক্রান্তের বেশিরভাগই ঘনবসতিপূর্ণ ডরমিটরিতে বসবাসকারী বিদেশি শ্রমিকরা।
কোন মন্তব্য নেই