ধনী জেনেভায় ফ্রি খাবার পেতে দীর্ঘ লাইন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ধনী জেনেভায় ফ্রি খাবার পেতে দীর্ঘ লাইন














বিশ্বের অন্যতম ধনী দেশ সুইজারল্যান্ডের ধনাঢ্য শহর বলে পরিচিত জেনেভায় বিনামূল্যে খাবার পেতে শত শত মানুষ লাইনে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে রোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মজীবী ও অনথিভুক্ত অভিবাসীদের করুণ দশা, সুইজারল্যান্ডও তার ব্যতিক্রম নয়। স্বেচ্ছাসেবীরা মানুষের জন্য ১৫০০ পার্সেল প্রস্তুত করে রেখেছিলেন। ভোর ৫টা থেকে সেখানে মানুষ লাইনে দাঁড়াতে শুরু করে। একপর্যায়ে সারির দৈর্ঘ্য এক কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। এ খবর দিয়েছে গার্ডিয়ান। নিকারাগুয়া থেকে জেনেভায় যাওয়া অভিবাসী ইনগ্রিদ বেরালা পার্টটাইম কাজ করেন।






কোন মন্তব্য নেই