চট্টগ্রামে করোনা আক্রান্ত আরো এক নারীর মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। এ দিন বিকেলে একই হাসপাতালে এক নারী মারা গেছেন।
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, নগরের ইপিজেড এলাকার বাসিন্দা ওই নারীকে মঙ্গলবার বিকালে জেনারেল হাসপাতালে আনা হয়। অজ্ঞান অবস্থায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স ৬০ বছর।
এনিয়ে মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই