দরিদ্র কৃষকের ধান কেটে দিল পুলিশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দরিদ্র কৃষকের ধান কেটে দিল পুলিশ












দরিদ্র কৃষক তানজিলুর রহমানের জমির ধান কেটে দিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ট্যাংরামারি গ্রামের নবগঙ্গা খালপাড়া মাঠে।

জনা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দরিদ্র কৃষক তানজিলুর রহমান নবগঙ্গা খালপাড়া মাঠের পাকা ধান কাটতে পারছিলেন না অর্থের অভাবে। বিষয়টি জেলা পুলিশকে জানান ওই কৃষক। পরে মঙ্গলবার সকালে থেকে জেলা পুলিশের ২০ সদস্য কৃষকের জমির ১ বিঘা ধান কেটে দেন।

কৃষকের ধান কাটায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কনক কুমার দাস, সদর থানার ওসি আবু জিহাদ প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক বলেন, দরিদ্র কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছে না বলে বিষয়টি পুলিশ সুপারকে জানায়। কৃষকের ধান আজকে আমরা কেটে দিলাম। করোনা ভাইরাসের কারণে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে আছি।





কোন মন্তব্য নেই