‘করোনায়’ বরুণ ধাওয়ানের মাসির মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘করোনায়’ বরুণ ধাওয়ানের মাসির মৃত্যু












বরুণ ধাওয়ানের পরিবারে শোকের ছায়া। কারণ করোনায় মৃত্যু হয়েছে বরুণ ধাওয়ানের মাসির (মায়ের বোন)। প্রিয়জন হারানোর এ তথ্য শেয়ার করেছেন বরুণ নিজেই। বরুণ লিখেছেন, তোমায় খুব ভালোবাসি মাসি। আত্মার শান্তি কামনা করি।

জানা গেছে, বরুণের প্রবাসী মাসি থাকতেন শিকাগোতে। প্রসঙ্গত, বেশকিছুদিন আগেই আমেরিকা নিবাসী, তাঁর কাছের এক মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বরুণ।

সে সময় বরুণ তাঁর মাসির কথাই বলেছিলেন বলে একটি সূত্রের দাবি। তাই মনে করা হচ্ছে করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। যদিও বরুণ তাঁর মাসির করোনায় মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানাননি।

এদিকে, বরুণ ধাওয়ানের মাসির মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন সোনম কাপুর, দিয়া মির্জা, সোফি চৌধুরী, মণীষ মালহোত্রা, নুসরত বারুচা, মৌনি রায় প্রমুখ।





কোন মন্তব্য নেই