হেরোইনসহ গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হেরোইনসহ গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার












শ্রীলঙ্কান ক্রিকেটার শিহান মাদুশঙ্কাকে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিক করে সংবাদের শিরোনাম হয়েছিলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার শেহান মাদুশঙ্কা।

তবে এবার নেতিবাচক এক ঘটনা ঘটালেন তিনি। নিষিদ্ধ মাদক রাখা ও লকডাউন ভাঙার অপরাধে ২৫ বছর বয়সী পেসারকে পান্নালা শহর থেকে আটক করে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন স্থানীয় ম্যাজিস্ট্রেট।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, ওই ক্রিকেটারের গ্রেফতার হওয়ার বিষয়টি তারা জেনেছেন সোমবার (২৫ মে) সকালে। তার ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার (২৭ মে) বোর্ডের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিভাবান এই পেসার এর আগে ২০১৮ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লঙ্কান দলে জায়গা পেয়েছিলেন। যেখানে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিকের মর্যাদা পেয়েছিলেন তিনি।





কোন মন্তব্য নেই