তামাক পাতা দিয়ে করোনার টিকা তৈরি করল সিগারেট কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তামাক পাতা দিয়ে করোনার টিকা তৈরি করল সিগারেট কোম্পানি














প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা তৈরি করেছে সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। প্রাথমিক পরীক্ষায় আশারূপ ফল পাওয়ায় এবার তারা মানুষের ওপর এ টিকা প্রয়োগ করতে চায়। তামাক পাতা থেকে পাওয়া প্রোটিন দিয়ে এ টিকা তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থেকে এই টিকা পরীক্ষার সবুজ সংকেত মিললেই মানুষের ওপর প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হবে। এপ্রিলে এ কোম্পানি যখন জানায়, তামাক পাতা থেকে তারা করোনা টিকা তৈরি করছে তখন বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু পিছিয়ে আসেনি তারা।

তারা বলছে, সরকারি সংস্থার সাহায্য ও ঠিকমত প্রস্তুতকারী মিললে তারা সপ্তাহে ১ থেকে ৩ মিলিয়ন টিকা তৈরি করতে পারে। গোটা বিশ্বের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো করোনা টিকা তৈরিতে উঠে পড়ে লেগেছে। কিছু টিকা ইতোমধ্যেই প্রয়োগ করা হয়েছে মানব শরীরে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা বাজারে আসতে আরও ১২-১৮ মাস লেগে যাবে।


সূত্র: খালিজ টাইমস






কোন মন্তব্য নেই