সিঙ্গাপুরে করোনার কারণে হজযাত্রা ও ঈদ জামাত বাতিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিঙ্গাপুরে করোনার কারণে হজযাত্রা ও ঈদ জামাত বাতিল












প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই রকম পরিস্থিতিতে বহু দেশেই জরুরী অবস্থা চলছে। যেমন বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতিতে এ বছরের হজযাত্রা ও ঈদুল ফিতরের জামাত বাতিল করেছে সিঙ্গাপুর। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (মুইস)। খবর দ্য স্ট্রেইট টাইমসের।

সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রী মাসাগোস জুলকিফলি বলেন, এ বছর হজ করতে চাওয়া ৮০ ভাগেরও বেশি সিঙ্গাপুরিয়ান নাগরিকের বয়স ৫০ বছরের বেশি। এই শ্রেণির মানুষেরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে শারীরিক জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বেশি। তাই আমরা এ বছরের হজ-যাত্রা স্থগিত করেছি। এবারের ৯০০ আবেদনকারীর হজ-যাত্রার শিডিউল স্বয়ংক্রিয়ভাবে আগামী বছর নির্ধারিত হবে।

এছাড়া এক বিবৃতিতে মুইস জানিয়েছে, ঈদের দিন সিঙ্গাপুরের ৭০টি মসজিদই বন্ধ থাকবে। তবে মুসলিমরা নিজ নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদের জামায়াতে অংশ নিতে ও খুতবা শুনতে পারবেন। এছাড়া স্থানীয় রেডিও, টেলিভিশন চ্যানেল, মুইসের ফেসবুক পেজে ঈদের জামাত ও খুতবা সরাসরি সম্প্রচার করা হবে।





কোন মন্তব্য নেই