করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক












করোনা ভাইরাস নিয়ে সু খবর শোনাচ্ছে তুরস্ক। দেশটি বলেছে, ভাইরাসের বিরুদ্ধে তারা বেশ ভালোভাবে লড়াই চালিয়েছে এবং এরইমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ চলে এসেছে। তবে দেশের নাগরিকদেরকে এখনো সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফরহাদ উদ্দিন কোচা বলেন, তার দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সফলতা অর্জন করেছে। তিনি বলেন, দেশে প্রতিদিন ৫০ হাজার মানুষকে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। তবে এখন আর এই মাত্রায় পরীক্ষা করার প্রয়োজন নেই।

তিনি বলেন, গত আট সপ্তাহ লড়াইয়ের পর করোনাভাইরাসের বিরুদ্ধে সফলতা এসেছে কিন্তু এখনো সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে দ্বিতীয় দফার লড়াইয়ে নিয়ন্ত্রিত সামাজিক জীবন রক্ষা করে চলবে তুরস্ক।

সরকারি হিসাব অনুসারে, তুরস্কে এ পর্যন্ত এক লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং চার হাজার মানুষ মারা গেছে।

সূত্র: পার্সটুডে





কোন মন্তব্য নেই