সিলেট বিভাগে নতুন আক্রান্ত ১৫ জনই হবিগঞ্জের
সিলেট বিভাগে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যাদের সবাই হবিগঞ্জের বাসিন্দা।
মঙ্গলবার ঢাকা থেকে আসা রিপোর্ট অনুযায়ী ১২ জন ও সিলেটে ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় আরও ৩ জন আক্রান্ত শনাক্ত হন। এদের নিয়ে হবিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে।
ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার ৯১ জনের নমুনা পরীক্ষা হয় বলে জানান ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এদিন রাতে তিনি বলেন, এদের মধ্যে ৩ জনের নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। তারা প্রত্যেকেই হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তিনজনই নারী।
এদিকে মঙ্গলবার আইইডিসিআর থেকে ইমেইলের মাধ্যমে হবিগঞ্জে আরও ১২ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, ঢাকায় শনাক্ত হওয়াদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান জানান, হবিগঞ্জে জেলায় নতুন করে শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের মধ্যে নবীগঞ্জের ৫ জন, সদরের ২ জন, আজমিরীগঞ্জের ২, চুনারুঘাটের ২ জন ও লাখাইয়ের ১ জন রোগী রয়েছেন। এদের মধ্যে ১ জন স্বাস্থ্যকর্মী ও একজন সরকারি কর্মকর্তা আছেন।
সিলেট বিভাগে নতুন করোনা আক্রান্তদের নিয়ে মোট ৩১৬ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ জন।

কোন মন্তব্য নেই