লকডাউন অবজ্ঞার চরম পরিণতি, মৃত্যুতে ২৭ বছরের রেকর্ড ভাঙল সুইডেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লকডাউন অবজ্ঞার চরম পরিণতি, মৃত্যুতে ২৭ বছরের রেকর্ড ভাঙল সুইডেন












প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ যখন লকডাউন ঘোষণা করে, তখন উল্টো পথে হেঁটেছে সুইডেন। সে দেশের সরকার বাসিন্দাদের শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিয়ন্ত্রণ করেনি।

এর ফলে গত ২৭ বছরের মধ্যে এক মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে।

সোমবার এক পরিসংখ্যানে জানানো হয়, ১৯৯৩ সাল থেকে ২৭ বছরে চলতি বছরের এপ্রিল মাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ সুইডেনে মারা গেছে।
করোনা মহামারীর মধ্যে সুইডেনের নাগরিকদের বার, রেস্টুরেন্ট, কাজের জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখার মতো কোনো নির্দেশনাও নাগরিকদের দেওয়া হয়।

ফলে গত এপ্রিল মাসে সে দেশে ১০ হাজার ৪৫৮ জন প্রাণ হারিয়েছে। সুইডেনের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ১৯৯৩ সাল থেকে কোনও মাসে এতো সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি।






সুইডেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩০ হাজার ৩৭৭ জন এবং মারা গেছে ৩ হাজার ৬৯৮ জন। সূত্র: নিউইয়র্ক টাইমস, নিউজিল্যান্ড হেরাল্ড

কোন মন্তব্য নেই