সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থের রেকর্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থের রেকর্ড












মহামারি করোনা বিশ্বের আক্রান্ত দেশগুলোতে যখন তাণ্ডব চালাচ্ছে ঠিক সেই সময় সুখবর দিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থের রেকর্ড করা হয়েছে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি।

সোমবার (১৮ মে) সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৫৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এদিন এ প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্তি মিলেছে ৩ হাজার ২৬ জনের, যা সৌদিতে একদিনে সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন করোনা রোগী। ফলে এ পর্যন্ত দেশটিতে ৩২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


একদিনে আক্রান্ত ২ হাজার ৫৯৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে ৬৪২ জন। দ্বিতীয় সর্বোচ্চ মক্কা মুকাররমায় ৫১০ জন। এছাড়া বন্দর নগরী জেদ্দায় ৩০৫ জন , মদিনা মুনাওয়ারায় ২৪৫ জন, দাম্মামে ১৭৪ জন, আল হুফুফে ১৪৭ জন ও আল খোবারে ১৩৩ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে মঙ্গলবার (১৯ মে) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সৌদিতে এ পর্যন্ত করোনায় মোট ৫৭ হাজার ৩৪৫ জন আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ৭৪৮ জন।হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ২৮ হাজার ২৭৭ জন। তাদের মধ্যে ২৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক। মারা গেছেন ৩২০ জন।

এ পর্যন্ত মোট ৬ লাখ ১ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে। আক্রান্ত ও মৃতের তালিকায় বাংলাদেশি প্রবাসী রয়েছেন।







গত ১৬ মে পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৯২ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই