দেশের শীর্ষ এমএফএস সেবা হতে যাচ্ছে ‘নগদ’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশের শীর্ষ এমএফএস সেবা হতে যাচ্ছে ‘নগদ’















রবি আজিয়াটা লিমিটেডের (রবি-এয়ারটেল) ৫ কোটি গ্রাহক এবং টেলিটকের ৪৭ লাখ গ্রাহক অন্তর্ভূক্তির মধ্য দিয়ে গ্রাহক সংখ্যায় দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ‘নগদ’। একবছরেই বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনের সুবিধা দিয়ে এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে অন্তুর্ভূক্তি চুক্তির পর প্রতিদিন অসংখ্য রবি, এয়ারটেল ও টেলিটক গ্রাহকেরা মাত্র দুই ধাপেই পিন সেট করে খুলে ফেলছেন ‘নগদ’ অ্যাকাউন্ট। আর এর মাধ্যমেই গ্রাহক সংখ্যায় দেশের এক নম্বর এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান হতে যাচ্ছে ডাক অধিদপ্তরের এই সেবাটি।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা অন্যতম এক সহযোদ্ধা। রবি’র ৫ কোটি গ্রাহক ‘নগদ’-এর মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তিতে আসছে, এটা ডিজিটাল বিল্পবের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন, এই চুক্তিটাও সেই স্বপ্ন পূরণের পথে সহায়ক ভূমিকা পালন করবে বলেই আমার বিশ্বাস।







বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেন, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা তৈরির একটি জায়গা নির্মাণ করেছে এই চুক্তিটি। লেনদেনের ক্ষেত্রে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য এক নতুন ডিজিটাল সেবার দ্বার উন্মোচন হয়েছে। এই চুক্তির ফলে রবি আজিয়াটা লিমিটেডের (রবি-এয়ারটেল) গ্রাহকেরা বাংলাদেশে সবচেয়ে কম চার্জে লেনদেন এবং দেশের যেকোনো মোবাইল নাম্বারে টাকা পাঠাতে পারবেন। সাথে বিল, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট এবং অন্যান্য সুবিধা তো থাকছেই।

কোন মন্তব্য নেই