ঈদের দিনে সারাদেশে মোটর সাইকেল দুর্ঘটনায় নিভল ৬ প্রাণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদের দিনে সারাদেশে মোটর সাইকেল দুর্ঘটনায় নিভল ৬ প্রাণ












প্রতিবছর ঈদ এলেই সড়ক দুর্ঘটনা যেমন বাড়ে, তেমনি বাড়ে হতাহতের সংখ্যাও। এ বছর করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সরকার সাধারণ ছুটি দেয়ায় এবং ছুটিতে বাড়ি যেতে নিষেধ করায় অন্যান্য বছরের মতো মানুষের ঢল নামেনি রাস্তায়। কিন্তু তারপরেও আটকানো যায়নি সড়কে মৃত্যুর ঘটনা। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল ফিতরের দিনে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ১১ জন।

জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার বন্দরভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেদুজ্জামান টোকন আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের নজরুল হকের ছেলে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় আহতরা হলেন- রোকন ও তুহিন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ আরোহী। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার বুরোদিয়া ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর নয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। আহতদের মধ্যে একজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঈদের দিন আনন্দ ভ্রমণে বের হয়ে রাজশাহীতে সড়কে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এছাড়া আহত হয়েছে আরও দুই আরোহী। সোমবার (২৫ মে) গোদাগাড়ী ও বাগমারা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। নিহতরা হলেন- গোদাগাড়ীর বিদিরপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে রিয়াদ (১৮) এবং মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রাশেদ (২০)। দুজনই মোটরসাইকেলের চালক ছিলেন। আহতরা হলেন, দুর্গাপুর গ্রামের ইন্তাজ শাহের ছেলে মিজান (২০) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মেহরাব (১৯)।


পদ্মাসেতু দেখে ফেরার পথে মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, পদ্মাসেতু দেখে বাড়ি ফেরার পথে বন্দরখোলা এলাকার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ডালিম শেখ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় অপর দুই আরোহী যুবক আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।






এদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম হৃদয় নামে এক শিশু (১০) নিহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন রিক অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আলী ইমাম জানান, ঈদের আনন্দ উপভোগ করতে বিকেলে কয়েকজন বন্ধু মিলে পৃথক মোটরসাইকেলে করে ঘুরছিল হৃদয়। এ সময় পিরোজপুর-নাজিরপুর সড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন রিক অফিসের সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ওই মোটরসাইকেলের পেছনে থাকা হৃদয় মাথায় আঘাত পায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই