পাইলটদের ভুলেই বিমানটি বিধ্বস্ত হয়: পাক বিমানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাইলটদের ভুলেই বিমানটি বিধ্বস্ত হয়: পাক বিমানমন্ত্রী














পাইলটদের ভুলেই একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিমানমন্ত্রী গোলাম সারওয়ার। প্রায় এক মাস আগে পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনার কারণ উদ্ধার কতে পেরেছে তদন্তকারী দল। এতে প্রাথমিকভাবে জানা গেছে পাইলটদের ভুলেই দুর্ঘটনার শিকার হয় বিমানটি। এতে বিমানের ৯৭ যাত্রী ও ক্রু প্রাণ হারান। বুধবার পাকিস্তানের সংসদে এসব তথ্য তুলে ধরেন দেশটির বিমানমন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন ডন।

খবরে বলা হয়, অবতরণের সময় দুই পাইলট কোভিড-১৯ মহামারি নিয়ে আলোচনা করছিলেন। এতে তারা অসতর্ক হয়ে পরেন। আর এটিই ভয়াবহ ওই দুর্ঘটনা ডেকে আনে। পাকিস্তানের বিমানমন্ত্রী গোলাম সারওয়ার সংসদে অভিযোগ তোলেন, পাইলট ও কন্ট্রোলার কেউই নিয়মকানুন অনুসরণ করেননি।

পাইলটরা অবতরণের সময় কোভিড-১৯ নিয়ে আলোচনা করছিলেন। প্রধান ও সহকারী পাইলট উভয়ের মনোযোগ তখন মহামারির দিকেই ছিলো।







এ সময় তদন্ত প্রতিবেদন সংসদে উত্থাপন করেন পাক বিমান মন্ত্রী। তিনি বলেন, বিমানটি আকাশে উড়ার জন্য শতভাগ ত্রুটিমুক্ত ছিলো। কোনো যান্ত্রিক সমস্যা ছিলো না। বিমানটি অটো ল্যান্ডিং মুডে দেয়া ছিল। তবে বিধ্বস্তের ঠিক আগে পাইলট ম্যানুয়াল ল্যান্ডিং মুড চালু করেন। পাইলট অভিজ্ঞ ছিলো বলেও জানান মন্ত্রী। তবে তার দাবি, অধিক আত্মবিশ্বাস আর অসতর্কতার কারণেই এই বিমান দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ২২শে মে পাকিস্তান এয়ারলাইনসের একটি ফ্লাইট লাহোর থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। অবতরণের আগে সেটি করাচির মডেল কলোনি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে বিমানের ৯৭ জন যাত্রী ও ক্রু মারা যান। বিধ্বস্ত বিমানটিতে প্রাণে বেঁচে যান দুই জন।








কোন মন্তব্য নেই