এবার ভারতকে পানি দেয়া বন্ধ করে দিল ভুটান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার ভারতকে পানি দেয়া বন্ধ করে দিল ভুটান














সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশ গুলোর সাথে সময় ভালো যাচ্ছে না। চীন, পাকিস্তান, নেপালের সাথে দ্বন্দ্বের পর এবার ভারতীয় চাষীদের পানি দেওয়া বন্ধ করে দিয়েছে ভুটান। খবর জি নিউজ।

জানা যায়, আসামের বাকসা জেলা দিয়ে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে ভারতীয় কৃষকরা চাষের জন্য পানি পেতেন। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল ওই সেচ চ্যানেল। ১৯৫৩ সাল থেকে ওই চ্যানেল দিয়ে ভুটান থেকে পানি প্রবাহিত হয়ে আসে। ২৬টি গ্রামের বহু কৃষক ওই চ্যানেলের পানির উপর নির্ভরশীল। এবার ভুটান হঠাৎ করেই ওই চ্যানেলের প্রবাহ আটকে দিয়েছে। এতে সমস্যায় পড়েছে ভারতীয় চাষীরা।

এ ঘটনায় ওই জেলার কৃষকরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। তবে ভুটান সরকার কোনও কারণ উল্লেখ করেনি যে কেনো এই চ্যানেল বন্ধ করা হয়েছে।

কোন মন্তব্য নেই