আজও শুষ্ক ও গরম থাকবে দেশের আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা সামান্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজও শুষ্ক ও গরম থাকবে দেশের আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা সামান্য

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আজও শুষ্ক ও গরম থাকবে দেশের আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা সামান্য


টাইমস এক্সপ্রেস ২৪

দেশে অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই বৃষ্টিপাত কমে এসেছে। কোথাও কোথাও অল্প কিছু ছিটেফোঁটা বৃষ্টি হলেও বুধবার (২২ অক্টোবর) দেশের কোথাও বৃষ্টি হয়নি। ফলে কার্তিকের শুরুতেই গরমের প্রভাব আবারও বেড়েছে। রাজধানী ঢাকায় গতকাল দিনভর ছিল তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)ও দেশের অধিকাংশ এলাকায় এমন শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে— আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে সারাদেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপের প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, “অক্টোবর বা কার্তিক মাস হলো বর্ষা-পরবর্তী সময়। এখন বৃষ্টি কমে যায়, আকাশ পরিষ্কার থাকে, সূর্যের তেজও বেড়ে যায়— ফলে গরম অনুভূত হয়।”

তিনি আরও জানান, চলতি মাসের শেষে আন্দামান সাগর এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে তখন বাংলাদেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

কোন মন্তব্য নেই