প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনার মাদকবিরোধী হামলায় নিহত ৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনার মাদকবিরোধী হামলায় নিহত ৩

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনার মাদকবিরোধী হামলায় নিহত ৩


টাইমস এক্সপ্রেস ২৪

মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌযানটি প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে নিয়মিতভাবে মাদক পাচার করত। মার্কিন সেনারা এটি আটকানোর চেষ্টা করলে সংঘর্ষের পর হামলা চালানো হয়। খবর—আল জাজিরা।

হেগসেথ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র যুদ্ধ মন্ত্রণালয় একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন পরিচালিত জাহাজে লক্ষ্যভেদী হামলা চালায়। এটি পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচার ও সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত ছিল।”

তিনি আরও জানান, গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর এলাকায় অন্তত সাতটি নৌযানে অভিযান চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এসব নৌযান ভেনেজুয়েলা থেকে পরিচালিত এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সহযোগিতায় ‘মাদক-সন্ত্রাসী নেটওয়ার্ক’ হিসেবে কাজ করছে।

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের এই হামলা অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কোন মন্তব্য নেই