চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ জয়ে ফিরল লিভারপুল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ জয়ে ফিরল লিভারপুল

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ জয়ে ফিরল লিভারপুল


টাইমস এক্সপ্রেস ২৪

বিগত কয়েক সপ্তাহের ব্যর্থতা ভুলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্না স্লটের শিষ্যরা।

বুধবার (২২ অক্টোবর) ফ্রাঙ্কফুর্টের মাঠে খেলতে নেমে শুরুতে পিছিয়ে পড়েও পরবর্তীতে দাপটের সঙ্গেই জয়ের দেখা পায় ইংলিশ জায়ান্টরা।

২৬তম মিনিটে ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন গাসমুস ক্রিস্টেনসেন। মারিও গোটসের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন তিনি। তবে লিড বেশিক্ষণ টিকেনি।

৩৫তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের নিখুঁত থ্রু পাস থেকে সমতায় ফেরান লুইস একিটিকে। গতির ঝলকে ডিফেন্ডারদের পেছনে ফেলে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এর চার মিনিট পর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন ভ্যান ডাইক। ৪৪তম মিনিটে আরেকটি কর্নারে হেডে ব্যবধান বাড়ান ইব্রাহিমা কোনাতে।

দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে লিভারপুল। ৬৬তম মিনিটে ভিয়েৎসের পাস থেকে গোল করে ৪-১ করেন কোডি হাকপো। এরপর ৬৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দলের পঞ্চম গোলটি করেন দোমিনিক সোবোসলাই।

এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠেছে লিভারপুল। অন্যদিকে, তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। সমান পয়েন্টে পরের অবস্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ।

কোন মন্তব্য নেই