৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা



ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

টাইমস এক্সপ্রেস ২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪–২৫ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে
কোম্পানিগুলো হলো — ওয়াটা কেমিক্যাল লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, ফার্মা এইডস লিমিটেড, এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড

রবিবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ৬ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিগুলোর ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়াটা কেমিক্যাল লিমিটেড

  • ঘোষিত লভ্যাংশ: ১০% নগদ

  • শেয়ারপ্রতি আয় (EPS): ৳০.৭৪

  • নিট সম্পদমূল্য (NAVPS): ৳৬১.০৯

  • এজিএম তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৫

  • রেকর্ড ডেট: ২৭ নভেম্বর ২০২৫

ন্যাশনাল টিউবস লিমিটেড

  • ঘোষিত লভ্যাংশ: ১% নগদ

  • শেয়ারপ্রতি আয় (EPS): ৳১.৭২

  • নিট সম্পদমূল্য (NAVPS): ৳১৩৭.৬১

  • এজিএম তারিখ: ২০ ডিসেম্বর ২০২৫

  • রেকর্ড ডেট: ২৬ নভেম্বর ২০২৫

ফার্মা এইডস লিমিটেড

  • ঘোষিত লভ্যাংশ: ৩০% নগদ

  • শেয়ারপ্রতি আয় (EPS): ৳২০.৪৫

  • নিট সম্পদমূল্য (NAVPS): ৳১৩৮.৫৮

  • এজিএম তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৫

  • রেকর্ড ডেট: ৭ ডিসেম্বর ২০২৫

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড

  • ঘোষিত লভ্যাংশ: ১৮% নগদ

  • শেয়ারপ্রতি আয় (EPS): ৳২.৮৫

  • নিট সম্পদমূল্য (NAVPS): ৳৩৫.৬৭

  • এজিএম তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫

  • রেকর্ড ডেট: ২৭ নভেম্বর ২০২৫

ডিএসই সূত্রে জানা গেছে, এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ (রবিবার) কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনে কোনো সার্কিট ব্রেকার বা মূল্যসীমা প্রযোজ্য থাকবে না।

কোন মন্তব্য নেই