মতিন স্পিনিংয়ের আয় বেড়েছে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
প্রথম প্রান্তিকে মতিন স্পিনিংয়ের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) আয় বৃদ্ধি করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ইপিএস বেড়ে ১ টাকা ৯ পয়সা
সূত্র অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মতিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি আয় বেড়েছে প্রায় ৫.৮ শতাংশ।
ক্যাশফ্লো ও সম্পদমূল্য
উল্লেখযোগ্য অগ্রগতি
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সুতা ও বস্ত্রপণ্যের চাহিদা পুনরুদ্ধার এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধির ফলেই মতিন স্পিনিংয়ের আয় বৃদ্ধি পেয়েছে।
মূল আর্থিক সূচক (প্রথম প্রান্তিক ২০২৫):
| সূচক | জুলাই–সেপ্টেম্বর ২০২৫ | জুলাই–সেপ্টেম্বর ২০২৪ | পরিবর্তন |
|---|---|---|---|
| শেয়ারপ্রতি আয় (EPS) | ৳১.০৯ | ৳১.০৩ | +৫.৮% |
| শেয়ারপ্রতি ক্যাশফ্লো | ৳৭.৩৯ | ৳৪.৭৯ | +৫৪% |
| নিট সম্পদমূল্য (NAVPS) | ৳৭০.৭৩ | — | — |
কোন মন্তব্য নেই