ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মারজিয়ার তিন পদক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মারজিয়ার তিন পদক

 

  ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মারজিয়ার দুর্দান্ত সাফল্য: তিনটি ব্রোঞ্জ জিতলেন একাই

টাইমস এক্সপ্রেস ২৪

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের জন্য বড় সুখবর এনেছেন ভারোত্তোলক মারজিয়া আক্তার। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এই আসরে তিনি একাই তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন।

শুটিং ও আর্চারিতে অংশ না থাকায় এবারের আসরে বাংলাদেশের পদক প্রত্যাশা ছিল সীমিত। কিন্তু শনিবার (৮ নভেম্বর) রাতে ৫৩ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতে আলোচনায় আসেন সেনাবাহিনীর এই প্রতিভাবান ভারোত্তোলক।

 তিন ইভেন্টে তিন পদক

নিয়ম অনুযায়ী, ভারোত্তোলনে একজন খেলোয়াড় স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং টোটাল (দুই লিফটের যোগফল) — এই তিন ক্যাটাগরিতে পদক জেতার সুযোগ পান।

বাংলাদেশের মারজিয়া প্রথমে স্ন্যাচে ৭২ কেজি, পরে ক্লিন অ্যান্ড জার্কে ৯১ কেজি ওজন তুলেন। সবশেষে দুই লিফট মিলিয়ে মোট ১৬৩ কেজি ওজন তোলেন তিনি। তিন বিভাগেই তিনি তৃতীয় হয়ে তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেন।

এই ইভেন্টে সোনা জিতেছেন তুরস্কের জানসেল ওজকেন, আর রুপা পেয়েছেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া

বাংলাদেশের আরও পারফরম্যান্স

একইদিন বাংলাদেশের আরও দুই ভারোত্তোলক অংশ নেন।

  • ৪৮ কেজি ওজন শ্রেণিতে মোসাম্মত বৃষ্টি পঞ্চম স্থান অধিকার করেন।

  • আর ৬০ কেজি ওজন শ্রেণিতে আশিকুর রহমান ষষ্ঠ হন।

গেমস চলবে ২১ নভেম্বর পর্যন্ত

গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া ইসলামিক সলিডারিটি গেমস চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে ৫৭ দেশের প্রায় ৩,০০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন, যাঁদের মধ্যে বাংলাদেশের ১০ ডিসিপ্লিনে ৩৬ জন অ্যাথলেট লড়ছেন।

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের পদক ইতিহাস

এ নিয়ে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়াল ১০টি

  • ২০২২ তুরস্ক আসর: আর্চারিতে ১ রুপা, ২ ব্রোঞ্জ

  • ২০১৭ বাকু আসর: শুটিংয়ে ১ সোনা, ১ রুপা, ১ ব্রোঞ্জ; রেসলিংয়ে ১ ব্রোঞ্জ

কোন মন্তব্য নেই