চাকরি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড, ট্রট থাকছেন আরও সময়

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চাকরি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড, ট্রট থাকছেন আরও সময়
টাইমস এক্সপ্রেস ২৪
আফগানিস্তান ক্রিকেটের নতুন যুগের স্থপতি বলা হয় জোনাথন ট্রটকে। ইংলিশ এই কোচের অধীনে রশিদ খানরা বিশ্বমঞ্চে একের পর এক চমক দেখিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে—দলের দায়িত্ব ছাড়ছেন ট্রট।
এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান জানিয়েছেন, ট্রট এখনই বিদায় নিচ্ছেন না, বরং তাকে আরও কিছুদিন ধরে রাখার বিষয়ে আলোচনা চলছে।
নাসিব খান ক্রিকবাজকে বলেন, “আমরা এখনো আশাবাদী যে জোনাথন ট্রট টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। কোচদের চুক্তি সংক্রান্ত আলোচনা এখনো চলছে এবং বিষয়গুলো চূড়ান্ত হলে আমরা মিডিয়াকে জানাবো।”
তিনি আরও বলেন, “প্রতিবছরের শেষ দিকে আমরা কোচদের সঙ্গে চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনা করি। এটি আমাদের বোর্ডের নিয়মিত প্রক্রিয়া।”
২০২২ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন জোনাথন ট্রট। তার নেতৃত্বে আফগানরা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে। সেই আসরে তারা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়।
বিশ্লেষকরা বলছেন, আফগান ক্রিকেটের ধারাবাহিক সাফল্যের পেছনে ট্রটের পরিকল্পনা ও মনস্তাত্ত্বিক দিকনির্দেশনার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কোন মন্তব্য নেই