অপহরণের আট দিনেও খোঁজ নেই কুমিল্লার স্কুলছাত্র রাকিবুলের
অপহরণের আট দিনেও খোঁজ নেই কুমিল্লার স্কুলছাত্র রাকিবুলের
টাইমস এক্সপ্রেস ২৪
কুমিল্লা জেলার মুরাদনগরে অপহরণের আট দিন পার হলেও এখনও উদ্ধার হয়নি নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান (১৫)। নিখোঁজ রাকিবুল ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দি গ্রামের মোল্লা বাড়ির মোহাম্মদ হাসানের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সকালে রাকিবুল প্রতিদিনের মতো স্কুলে যায়, তবে ক্লাস শেষে আর বাড়ি ফেরেনি। চারদিকে খোঁজ নিয়েও পরিবার তার কোনো সন্ধান পায়নি।
পরদিন রাতে অচেনা নম্বর ০১৩৪৪৮৩৫৪০০ থেকে রাকিবুলের বাবার কাছে ফোন আসে। কাঁদতে কাঁদতে রাকিবুলের কণ্ঠ শোনা যায়—‘বাবা, আমাকে বাঁচাও।’ কলের অপর প্রান্তের ব্যক্তি দাবি করেন, বিকাশে ১২ হাজার টাকা দিলে রাকিবুলকে স্কুল মাঠে ছেড়ে দেওয়া হবে। ছেলেকে ফিরে পেতে মরিয়া বাবা মোহাম্মদ হাসান বিকাশে চার হাজার টাকা পাঠালেও পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার পরপরই রাকিবুলের পরিবার মুরাদনগর থানা, কুমিল্লা পুলিশ সুপার ও র্যাব-১১ কে বিষয়টি জানায়।
রাকিবুলের মা রাবেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র ছেলেকে যেন দ্রুত উদ্ধার করা হয়। আমি প্রশাসনের কাছে আবেদন করছি।”
র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান বলেন, “কল দেওয়া নম্বরটি বারবার লোকেশন পরিবর্তন করছে। তবে আমরা অভিযান চালাচ্ছি, আশা করছি খুব শিগগিরই রাকিবুলকে উদ্ধার করা সম্ভব হবে।”
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আব্দুল্লাহ জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং ওই ছাত্রকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি।”
অপহরণের আট দিন পেরিয়ে গেলেও রাকিবুলের কোনো খোঁজ না মেলায় পরিবার এখন চরম উদ্বেগে দিন কাটাচ্ছে।

কোন মন্তব্য নেই